আবহাওয়া সম্পর্কিত তথ্যের ব্যাপারে জ্ঞাতব্য
এই ওয়েবসাইটে প্রদত্ত আবহাওয়া সম্পর্কিত সংখ্যাগুলো foreca.com থেকে প্রাপ্ত। তাদের নিয়ম অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে এই সংখ্যাগুলো তারা পরিবর্তন করে। বাংলাদেশের আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানের জন্য সরকারী প্রতিষ্ঠান থাকলেও তার মান ও সাধারণ মানুষের সেই তথ্য গ্রহনের সহজ সুযোগ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এমত অবস্থায় আমরা আত্মবিশ্বাসের সাথে দাবি করছি না যে এখানে প্রদত্ত সংখ্যাগুলো নির্ভুল। আমাদের উদ্দেশ্য সারাদেশের আবহাওয়া সম্পর্কে একটি বাস্তব ও সম্যক ধারণা তৈরী করা। কিন্তু এর ব্যবহার, এর উপর নির্ভরতার দায়-দায়িত্ব কোনভাবেই এই ওয়েবসাইটের উপর বর্তায় না।
muhammad nazimuddaula from Dhaka at 19:40 pm, 31.12.10