ajkerweather.com-র উদ্বোধনী নিয়মনীতি
এই ওয়েবসাইটটির উদ্দেশ্য আবহাওয়া সংক্রান্ত অনুভুতির আদান প্রদান। এখানে প্রকাশিত তথ্যসমূহ এর ব্যবহারকারীদের কর্তৃক প্রদত্ত। সেই হিসেবে এর দায়-দায়িত্ব তথ্য প্রদানকারীর উপর অর্পিত।
এখানে মতামত প্রদানকারীদের কাছ থেকে বস্তুনিষ্ঠ, প্রাসঙ্গিক, শালীন ও সংযমী আচরণ সর্বদা কাম্য।
দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এমন তথ্য প্রদানে বিরত থাকুন। এখানে স্বীকার্য যে প্রয়োজনে আপনার অবস্থান আমরা নির্ণয় করতে পারি।
আপনার একাউন্ট সংক্রান্ত প্রদত্ত তথ্যের গোপনীয়তা সংরক্ষণ ও নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।
যেকোনো ব্যবহারকারী প্রদত্ত তথ্য এই ওয়েবসাইটের কাছে নীতিমালা পরিপন্থী মনে হলে তা কোনো প্রকার নোটিস ছাড়াই বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, বিলোপ বা সংযোজন যেকোনো কিছু করার অধিকার আমরা সংরক্ষণ করি।
পরবর্তী কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত উপরে উল্লেখিত নীতিসমূহ কার্যকর থাকবে।
rezaur rahman from Cox's Bazar at 19:46 pm, 31.12.10